ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মনোনয়নপত্র জমা দেওয়ার পর কাউন্সিলর প্রার্থীর প্রস্তাবকারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মে ১৭, ২০২৩
মনোনয়নপত্র জমা দেওয়ার পর কাউন্সিলর প্রার্থীর প্রস্তাবকারীর মৃত্যু এম এ জলিল বরিশাল নগরের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাবের আব্দুল্লাহ সাদীর প্রস্তাবকারী ছিলেন

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের কয়েক ঘণ্টা পর প্রস্তাবকারীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৭ মে) বিকেলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যু হয় তার।

মৃত এম এ জলিল (৭০) বরিশাল নগরের ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষিরোধ মুখার্জী লেনের বাসিন্দা এবং চৈতন্য স্কুলের শিক্ষক ছিলেন।

তিনি ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাবের আব্দুল্লাহ সাদীর প্রস্তাবকারী ছিলেন।

কাউন্সিলর প্রার্থী সাদী বলেন, নির্বাচনের মনোনয়নপত্রে তার প্রার্থী হওয়ার প্রস্তাবকারী ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব এমএ জলিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে নিয়ে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এই প্রার্থী। বেলা ১২টার দিকে বাসায় ফিরে যান প্রবীণ ব্যক্তিত্ব এমএ জলিল। এরপর বিকেল চারটার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সাদী।

বরিশাল নগরের ১৮ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়া সাদী বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বর্তমানে দলীয় কোনো পদ না থাকায় নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন সাদী।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।