ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

বিভিন্ন অপরাধে ১১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ১৮, ২০২৩
বিভিন্ন অপরাধে ১১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন অপরাধে ১১৮ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের হাটখোলা বাজার, মধ্য বাড্ডা বাজার, রাজধানী সুপার মার্কেট ও ওয়ারি কাঁচা বাজারসহ দেশব্যাপী মোট ৫০টি বাজারে বুধবার (১৭ মে) পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১১৮ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত এসব অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত করেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এসএমএকে/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।