ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উখিয়া থেকে আসা রোহিঙ্গা যুবক হাতিয়ায় আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মে ১৯, ২০২৩
উখিয়া থেকে আসা রোহিঙ্গা যুবক হাতিয়ায় আটক আটক রোহিঙ্গা যুবক

নোয়াখালী: জেলার দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মো. আব্দুল হাফেজ (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রহমত বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক মো. আব্দুল হাফেজ কক্সবাজারের উখিয়া ক্যাম্পের ১৫ নম্বর ক্লাস্টারের আমির হোসেনর ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এক রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর হাতিয়ার রহমত বাজারে আসে। শুক্রবার সকালের দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, ওই রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক একই দিন বিকেলের দিকে পুনরায় তাকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।