ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দনিয়ায় ২৮শ’ ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ২০, ২০২৩
দনিয়ায় ২৮শ’ ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. নাসির উদ্দীন নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ।  

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় ওই থানার দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা (ডিবি) ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দীনকে ২৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গ্রেপ্তার নাসির দেশের সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার নামে থানার মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ২০, ২০২৩
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।