ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খেয়ে মাইক্রোবাসের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ২৩, ২০২৩
নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খেয়ে মাইক্রোবাসের যাত্রী নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে মো. শিপন হোসেন (৩৫) নামে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ তিনজন।

মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার বনপাড়া-হামিরুল মহাসড়কের আইড়মারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাআজমপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কুষ্টিয়া যাচ্ছিল। গাড়িটি পথে আইড়মারি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের যাত্রী শিপন ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন মাইক্রোবাসের চালকসহ তিনজন। তাদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।