ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মদ্যপানের অভিযোগে নাটোরে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
মদ্যপানের অভিযোগে নাটোরে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার

নাটোর: স্কুলে মদ্যপানের অভিযোগে নাটোরের দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর বহিষ্কার করা হয়েছে। এনিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যার দিকে ওই বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল সোমবার (২২ মে) স্কুল চলাকালীন সময়ে নতুন ভবনের তৃতীয় তলার অব্যবহৃত সিঁড়িতে বসে মদ্যপান করছিল অষ্টম শ্রেণির ছয় শিক্ষার্থী। খবর পেয়ে শিক্ষকরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। ম্যানেজিং কমিটি না থাকায় শিক্ষকমণ্ডলীর সম্মিলিত সিদ্ধান্তে তাদের টিসি দেওয়া হয়। এনিয়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। আবার অন্য অভিভাবকরা শিক্ষকদের সিদ্ধান্তে সমর্থন জানায়। এমন পরিস্থিতিতে স্কুল প্রধান  বিষয়টি নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারকে অবহিত করলে তিনি আপাতত ওইসব শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন।

ইউএনও সারমিনা সাত্তার বাংলানিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।