ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ২৪, ২০২৩
সাতক্ষীরায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরা: ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এস এম মোর্তজা আলম লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (২৩ মে) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মোর্তেজা আলম জেলা সদর থানার মাগুরা কর্মকার পাড়ার মৃত মুনসুর আলী সানার ছেলে।  

জানা গেছে, গত দুই মাস ধরে বিকেল ৫টার দিকে স্কুলছাত্রী (ভুক্তভোগী) ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তে শিক্ষক মোর্তেজা লিটনের কাছে যেত। প্রতিদিনের মতো গত সোমবার (২২ মে) বিকেল ৫টার দিকে ১২-১৩ জন সহপাঠী প্রাইভেট পড়তে ওই শিক্ষকের বাসায় যায়। পড়ার শেষ পর্যায়ে ওই শিক্ষক বিভিন্ন অজুহাতে কৌশলে ভুক্তভোগী ওই ছাত্রীর খাতা দেখতে দেখতে এক ঘণ্টা বেশি সময় ক্ষেপণ করেন। ততক্ষণে অন্যান্য সহপাঠীরা একে একে সবাই চলে যায়। একপর্যায়ে ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন শিক্ষক মোর্তেজা লিটন। সে সময় শিক্ষককে ধাক্কা দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে ওই ছাত্রী। পরে বাড়িতে ফিরে সে বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এ ব্যাপারে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ঘটনাটি জানার পর ম্যানেজিং কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। অভিযুক্ত শিক্ষক এসএম মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক মোর্তজা আলম লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।