নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় জলমটর বসানোর জন্য সৃষ্ট গর্তের পানিতে ডুবে ওয়াফি ইসলাম সায়েম নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার চিমনাপুর সাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সায়েম রাজশাহীর দূর্গাপুর উপজেলার খাজখামার গ্রামের সুজন আলীর ছেলে। তার বাবা একজন মালদ্বীপ প্রবাসী।
পরিবারের বরাত দিয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. রেজাউল করিম বাংলানিউজকে জানান, শিশুটির মা মোছা. মিম বেগম গত বুধবার তার খালু চিমনাপুর গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে বেড়াতে এসেছেন।
সেখানে স্থানীয় মজিবর নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন জলমটর বসাতে গিয়ে সামান্য পানি ভর্তি গর্ত করে রাখা ছিল। শুক্রবার দুপুরের দিকে ওই গর্তের পানিতে পড়ে যায় শিশু সায়েম। স্বজনরা ডুবন্ত সায়েমকে দেখতে পেয়ে পানি থেকে তুলে দ্রুত তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এসএম