ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গরু চুরির হিড়িক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ২৭, ২০২৩
মেহেরপুরে গরু চুরির হিড়িক

মেহেরপুর: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুরের বাড়ি বাড়ি গড়ে উঠেছে গরু মোটা তাজা করার খামার। এই সুযোগে জেলায় গরু চোরদের উৎপাতও বেড়েছে।

শুক্রবার (২৬ মে) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার আমঝুপি গ্রামের ষষ্টিতলাপাড়া এলাকার প্রবাসী জাকির হোসেনের গোয়ালঘর থেকে ৩টি গরু নিয়ে গেছে চোরেররা। পরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীর কাঁদায় শুয়ে পড়লে দুটি গরু ফেলে রেখে ১টি গরু নিয়ে যায় চোরেরা। গরুটির আনুমানিক মুল্য দেড় লাখ টাকা বলে জানা গেছে।

এর আগের দিন রাতেও একই পাড়ার রাহিদুল ইসলামের বাড়ি থেকেও ২ দুটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মাঠ থেকে ১টি গরু উদ্ধার করা সম্ভব হলেও অপর গরুটি নিয়ে যায় চোরের দল। গরুটির আনুমানিক দামা লাখ টাকারও বেশি জানান গৃহকর্তা রাহিদুল ইসলাম।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গরু চুরির বিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মে ২৭, ২০২৭
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।