ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, হাবিপ্রবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ২৮, ২০২৩
ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, হাবিপ্রবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ২

দিনাজপুর: ভুয়া ফেসবুক আইডি খুলে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে সুজন সরকার (২৩) নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থী এবং ভগদীশ চন্দ্র রায় নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ পুলিশ।

রোববার (২৮ মে) বিকেল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

এর আগে শনিবার (২৭ মে) রাত ৮টায় সদরের বাঁশের হাট এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন সরকার দিনাজপুর জেলার বীরগঞ্জের সাদুল্লা পড়া এলাকার গোপাল সরকারে ছেলে। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। আর ভগদীশ চন্দ্র রায় সদর উপজেলার মুজাহিদপুর এলাকার দয়াল চন্দ্র রায়ের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সুজন সরকার ফেসবুকে মোছা. জান্নাতুল নাহিমা (অচেনা পথিক) নামে একটি ভুয়া আইডি খুলে নবাবগঞ্জের ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এসএমএস ও ফোনে মেয়ের কণ্ঠ নকল করে কথা বলতেন সুজন। একপর্যায়ে সুজন সরকার তার সহযোগী আসামির সহযোগিতায় কৃষি প্রজেক্টের কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৮ লাখ টাকা হাতিয়ে নেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সুজনকে গ্রেপ্তার করা হয়।  

প্রেস ব্রিফিংয়ে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল ইসলামের কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন সুজন। আসামিদের আদালতের সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ২৮, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।