ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাখাইনে ১২০ টন ত্রাণ পাঠালো বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ৩, ২০২৩
রাখাইনে  ১২০ টন ত্রাণ পাঠালো বাংলাদেশ ফাইল ফটো

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য ১২০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।

শনিবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী পাঠানো হয়।

১৪ মে রাখাইনে প্রবলভাবে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এতে সেখানে প্রায় চার শতাধিক মানুষ মারা যায় ও শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ত্রাণ সামগ্রী পাঠাল বাংলাদেশ।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, সেন্টমার্টিন ও মিয়ানমারের রাখাইন রাজ্যে আঘাত হানে মোখা। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রাখাইন রাজ্য।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ৩, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।