ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ৪ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুন ৬, ২০২৩
নওগাঁয় ৪ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক আটক

নওগাঁ: নওগাঁর মহদেবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজন নিহত হওয়ার ঘটনায় মামুনুর রশীদ (৪০) নামে ট্রাকচালকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (০৬ জুন) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (০৫ জুন) রাতে নওগাঁ শহরের বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মামুনুর রশীদ বগুড়া জেলার আদমদিঘী উপজেলার রথবাড়ী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুরে ওই দুর্ঘটনার পর চালক ঘটনান্থলে ট্রাক রেখে পালিয়ে যান। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। এরপরই র‌্যাব অনুসন্ধানে নামলে রাতে নওগাঁ শহরের বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে মামুনুর রশীদকে আটক করতে সক্ষম হয়।

পরে ওই ট্রাকচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মহাদেবপুর থানায় সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক একটি মামলা রুজু হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরি বাজার এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে দ্রুতগামী ট্রাক একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচরে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার তিন যাত্রীসহ মোট চারজন নিহত হন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।