ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুন ৭, ২০২৩
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু 

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা তাসমিনা খাতুন (৩০) ও ১৬ মাস বয়সী মেয়ে মারুফা খাতুনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তারা।

তাসমিন খাতুন হাড়াভাঙ্গা গ্রামের মিন্টুর স্ত্রী।  

স্থানীয়রা জানান, আত্মহত্যা বা হত্যার ঘটনা হতে পারে। কারণ হিসেবে তারা বলেছেন স্ত্রী এবং এক সন্তান রেখে পরোকিয়া করে এক মাস আগে পার্শ্ববর্তি গ্রাম করমদিতে দ্বিতীয় বিয়ে করেছে মিন্টু। তারপর থেকে এই পরিবারের মধ্যে সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

ঝগড়া বিবাদের জের ধরে মা তার শিশু সন্তান নিয়ে বিদ্যুতে হাত দিয়ে আত্মহত্যা করেছেন, না হয় তাদের পরিকল্পিতভাবে কারেন্ট শক দিয়ে মেরে ফেলা হয়েছে বলে ধারনা স্থানীয়দের।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি এবং পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছি।  

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।