ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আমে কেমিক্যাল স্প্রে করায় ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
নওগাঁয় আমে কেমিক্যাল স্প্রে করায় ব্যবসায়ীর জরিমানা

নওগাঁ: নওগাঁর সাপাহারে আমের আড়তে কৃত্তিমভাবে কাচা আমে রং পরিবর্তনকারী নিষিদ্ধ কেমিক্যাল স্প্রে করায় মনিরুল ইসলাম নামে এক আড়ত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ জুন) বিকেলে উপজেলার তিলনা রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে জরিমানা করা হয়।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা জানান, এই আড়তে কৃত্তিমভাবে কাচা আমে রং পরিবর্তনকারী নিষিদ্ধ কেমিক্যাল স্প্রে করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে আড়তে অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীকে ভবিষ্যতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্যাদি ব্যবহার করবেন না মর্মে অঙ্গীকার করানো হয়।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।