ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলে বসত ভিটা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বেলাল হোসেন (৪০) নামে ছোট ভাই খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন ওই এলাকার মৃত মো. শাহাব উদ্দীনের ছেলে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ওই এলাকার বাসিন্দা মো. শাহাব উদ্দীন জীবিত থাকা অবস্থায় তার মেজো ছেলে বেলাল হোসেন নিজে আলাদা বসতভিটা কিনে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। বছর খানেক আগে শাহাব উদ্দীন মারা যান। বাবার মৃত্যুর পর বেলাল হোসেন ভাইদের কাছে পৈত্রিক সূত্রে প্রাপ্ত বসতভিটার মালিকানা দাবি করেন।

এ নিয়ে বড় ভাই মোস্তাক আহমদের সঙ্গে বেলালের বিরোধ বাধে। এক পর্যায়ে বেলাল কিছুদিন আগে পৈত্রিকসূত্রে প্রাপ্ত বসতভিটার অংশ বেড়া দিয়ে ঘিরে ফেলেন। এর জেরে শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় সালিশী বৈঠকের হওয়ার কথা ছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বেলাল হোসেন তার বসতভিটায় গেলে বড় ভাই মোস্তাক আহমদের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে উভয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে বেলাল হোসেন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এসবি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।