ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যমুনায় হু হু করে পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুন ২০, ২০২৩
যমুনায় হু হু করে পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা 

মানিকগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরেই যমুনা নদীর আরিচা পয়েন্টে পানি বাড়ছে হু হু করে। এতে দুটি উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে পানি উন্নয়ন বোর্ডের যমুনা নদীর স্তর পরিমাপক ফারুক হোসেন পানি বাড়ার সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ঘণ্টায় শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টে ৫৭ সেন্টিমিটার পানি বেড়েছে।  

শিবালয়ের আরিচার যমুনা নদীর স্তর পরিমাপক ফারুক হোসেন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত কয়েকদিন ধরেই যমুনা নদীতে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৫৭ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২ দশমিক ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ জুন পর্যন্ত যমুনায় পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।  

শিবালয় উপজেলার যমুনা পয়েন্টের বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৮.৫৪ সেন্টিমিটার।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ২০, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।