ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে সেনাপ্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জুন ২১, ২০২৩
যশোরে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে সেনাপ্রধান

যশোর: যশোরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।  

মঙ্গলবার (২০ জুন) বিকেলে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে এই মহড়া পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে প্রশিক্ষণকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী যতগুলো প্রশিক্ষণ করে, সবচেয়ে কঠোর প্রশিক্ষণ হচ্ছে এই গ্রীষ্মকালীন যৌথ প্রশিক্ষণ। কেননা গ্রীষ্মকালীন এই প্রশিক্ষণে প্রতিকূল আবহাওয়ায় অত্যন্ত দুর্গম এলাকায় কঠোর অপারেশন পরিচালনা হয়। যা ভবিষ্যতে যে কোনো যুদ্ধের মুখোমুখি হতে হলে সঠিকভাবে সক্ষমতা প্রদর্শন করতে পারি।  

তিনি আরও বলেন, প্রশিক্ষণে যেসব অফিসার সৈনিকরা কষ্ট করছে, কি প্রশিক্ষণ নিচ্ছে সেটাই পরিদর্শনে আসা। পরিদর্শনে সেনাপ্রধান প্রশিক্ষণ ক্যাম্প ঘুরে দেখেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে যশোর সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, ২১ জুন ২০২৩
ইউজি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।