ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে জব্দ হওয়া প্রায় ৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য বিনষ্ট করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ জুন) দুপুরের দিকে খালিশপুর ৫৮ বিজিবির হেডকোয়ার্টার প্রাঙ্গণে এ মাদকগুলো বিনষ্ট করা হয়।
অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন, ৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সে সময় ২০২১ সালের ১৩ মার্চ থেকে চলতি বছরের ২১ জুন আটক বিভিন্ন ধরনের দেশি-বিদেশি মদ বিনষ্ট করা হয়। যার মধ্যে ভারতীয় ফেনসিডিল, সিরাপ, দেশি-বিদেশি মদ, ইয়াবা, গাঁজা ও হেরোইন বিনষ্ট করা হয়। বিনষ্ট করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ কোটি ১০ লাখ ৫ হাজার ৯৫৮ টাকা বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসআরএস