ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ২২, ২০২৩
বোয়ালমারীতে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৭

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে বিশেষ অভিযানে সিআর ও জিআর মামলার পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারদের বৃহস্পতিবার (২২ জুন) দুপুরের দিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল বুধবার (২১ জুন) দিনগত রাতে বোয়ালমারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার তিনজন ও জিআর মামলার অপর চারজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেপ্তাররা হলেন- উপজেলার দরিসহস্রাইল গ্রামের মুরাদ, রাখালতলী গ্রামের শফিক কাজী, ইমদাদুল কবির, নুরু কাজী, হাবিবুর রহমান, ছোলনা গ্রামের তৈয়াবুর রহমান ও উসমান গণি।  

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।