ঢাকা: জালটাকা প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (২২ জুন) র্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন, মো. স্বপন মিয়া (৩২) ও মো. সামিউল ইসলাম (২৬)।
আটকের সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ২৯৮টি জাল নোট, ২০০ টাকা সমমূল্যের ২০০টি জাল নোট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিআইজি মো. ফরিদ উদ্দিন বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে বুধবার র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার মুগদা থানার দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩ লাখ ৩৮ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা একটি সংঘবদ্ধ জাল নোট প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সরবরাহ করার উদ্দেশ্যে এই জাল টাকা প্রস্তুত করেছিলেন।
এছাড়া আসামি স্বপন মিয়া ২০২৩ সালে দুই মাসের ব্যবধানে একই অপরাধে পর পর দু’বার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয় এবং জমিনে মুক্তি পেয়ে ফের জাল নোট প্রস্তুত ও সরবরাহ করে আসছিলেন। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এমএমআই/জেডএ