ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোর আদালত চত্বরে আইনজীবি-বিচারপ্রার্থীর হাতাহাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুন ২২, ২০২৩
নাটোর আদালত চত্বরে আইনজীবি-বিচারপ্রার্থীর হাতাহাতি

নাটোর: নাটোর আদালত চত্বরের নতুন বার ভবনে অ্যাডভোকেট মো. ময়নাল ইসলাম নামে এক আইনজীবী সঙ্গে বিচারপ্রার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এ হাতাহাতির ঘটনা ঘটে।

তবে সংশ্লিষ্ট ওই আইনজীবীর দাবি একটি মামলায় তার কয়েকজন মক্কেল তাকে লাঞ্ছিত করেছেন।

অ্যাডভোকেট মো. ময়নাল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার টুনিপাড়া এলাকার সাইফুল ইসলামসহ একটি মারধর মামলার ছয়জন আসামির জামিন শুনানি করেন তিনি। ওই মামলার আইনজীবী তিনি নিজেই। তাদের মামলার শুনানি শেষে খরচের টাকা চাইলে তারা তাকে মাত্র ৪০০ টাকা হাতে ধরিয়ে দেন। এ সময় খরচ আরও বেশি হওয়ার কথা বললে মক্কেলরা তার সার্টের কলার ধরে টানাহেঁচড়া করেন এবং ধাক্কা দেন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যেই হাতাহাতির ঘটনা ঘটেছে।

মারধর করা সাইফুলসহ মামলার আসামিরা আদালত চত্বর থেকে চলে যাওয়ায় তাদের বক্তব্য সংগ্রহ করা যায়নি।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নাটোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ বলেন, বিষয়টি শুনেছি। দুই পক্ষের মধ্যেই ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। উভয়পক্ষকে ডেকে নিয়ে বিষয়টা মীমাংসা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।