ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে কৃষকদের মধ্যে ফলদ চারা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
খাগড়াছড়িতে কৃষকদের মধ্যে ফলদ চারা বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক গরীব কৃষকদের মধ্যে ফলদ চারা ও কলম বিতরণ করা হয়েছে।  

রোববার (২৫ জুন ) সকালে পরিষদ প্রাঙ্গণে দুই শত পরিবারের মধ্যে ৫০টি করে চারা তুলে দেওয়া হয়।

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (২০২২-২০২৩) এর আওতায় গরীব কৃষকদের ফলদ চারা ও কলম বিতরণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিসার মুক্তা চাকমা ও প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনাবাদি জমিতে চারা রোপণের নির্দেশনা বাস্তবায়নে কৃষকদের মধ্যে এ চারা বিতরণের ফলে খালি জায়গায় ফলদ চারা রোপণ করে ফলের চাহিদা ও অক্সিজেনের ঘাটতি পূরণে সহায়ক হবে বলে জানান স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩

এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।