ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

থাইল্যান্ডে ‘ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড’ পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
থাইল্যান্ডে ‘ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড’ পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল

বাংলাদেশের যুবকদের উন্নয়নে কাজের স্বীকৃতি হিসেবে ‘দ্য ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড -২০২৩’  পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।  

ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের উদ্যোগে শুক্রবার (৩০ জুন)  থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক ডিপ্লোম্যাট কনফারেন্সে আয়োজনটি হয়।

সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন আইনজীবী আল মামুন রাসেল।  

অ্যাডভোকেট রাসেল ওই কনফারেন্সে একটা পেপার প্রেজেন্টেশন পরিবেশন করেন, যার বিষয় ছিল - ‘দ্য ইমপ্যাক্ট অব সাইবারক্রাইম অন গ্লোবাল ইউথ’।  

এরআগেও আল মামুন রাসেল গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট আয়োজিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত কনফারেন্স ‘ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। রাসেল আইন পেশার পাশাপাশি জাতীয় বিতর্ক সংগঠন - বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। দক্ষিণ এশিয়াভিত্তিক যুব সংগঠন ‘সাউথ এশিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের (সায়া)’ সভাপতি ছিলেন তিনি।

এছাড়া লিগ্যাল সলিউশন চেম্বারে হেড তিনি। তিনি একজন মোটিভেশনাল স্পিকারও।

যুবকদের উন্নয়নে কাজ করার জন্য ‘২০২২ নেক্সট জেনারেশন ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এই শিক্ষার্থী। নেপালের ভাইস প্রেসিডেন্ট সুরেন্দা বাসনাতের হাতে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।

আল মামুন রাসেলের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। তারা বাবা আবুল হাশেম সাবেক সামরিক কর্মকর্তা ও মা ফিরোজা বেগম চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাচিত মহিলা কাউন্সিলর।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।