ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, আহত ৬

মাদারীপুর: মাদারীপুরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এ সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ছয়জন।  

মঙ্গলবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ডাসার উপজেলার খাতিয়ালে দফায় দফায় এ সংঘর্ষ হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ডাসারের খাতিয়াল এলাকার সিরাজ মল্লিক ও এমদাদ খান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।