ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খোয়াইকে মরা নদী বলায় ক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
খোয়াইকে মরা নদী বলায় ক্ষোভ

হবিগঞ্জ: নদীর যে জীবন আছে তার স্বীকৃতিস্বরূপ দেশের সব নদীকে ‘জীবন্ত সত্তা’ আখ্যায়িত করে রায় দিয়েছেন হাইকোর্ট।

কিন্তু পুরাতন খোয়াই নদীকে রায় পরিপন্থী ‘মরা খোয়াই’ নামে আখ্যায়িত করা হয়েছে।

জানা যায়, ২০১৯ সালে পুরাতন খোয়াই নদীর ৮৩ দখলদারের তালিকা প্রণয়ন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

৬টি কলাম বিশিষ্ট তালিকার ৩য় কলামে দেখা গেছে, পুরাতন খোয়াই নদীর নামের জায়গায় বন্ধনী দিয়ে লেখা হয়েছে ‘মরা খোয়াই’।

হবিগঞ্জ শহরবাসী বলছেন, তালিকা প্রণয়নের পরও পুরাতন খোয়াই নদীর দখলদাররা বহাল তবিয়তে রয়েছেন। তাদের উচ্ছেদ না করায় এ নদী দখল-দূষণের কারণে মুমূর্ষু হয়ে পড়েছে। উল্টো নদীকে মরা হিসেবে আখ্যায়িত করা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘আদালতের রায়ে আমাদের দেশের নদীগুলোকেও জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং মূলত এর মাধ্যমে মানুষের মত নদীর মৌলিক অধিকার স্বীকৃত হল। কিন্তু সরকারের প্রশাসনই যদি নদীকে ‘মরা’ হিসেবে আখ্যা দেয় তাহলে সেটি অবশ্যই রায়ের পরিপন্থী কাজ হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।