ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবি, ঘুমন্ত ৩ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবি, ঘুমন্ত ৩ শ্রমিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে খনন করা বালু বাল্কহেড থেকে পাড়ে নামানোর সময় ড্রেজার মেশিন ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।

 

নদ খননের বালু নদের পাড়ে আনার কাজে ব্যবহৃত হতো ওই বাল্কহেডটি।

মৃতরা হলেন-নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহারিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে ইছা (২২), রংপুরের কাউনিয়া এলাকার মো. ফজলু মিয়ার ছেলে একরামুল (২১) এবং ভোলা জেলার দুবলার হাট এলাকার আলাউদ্দিন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদের খনন চলছে। খনন করা বালু বাল্কহেডে করে নদের পাড়ে নামানোর হচ্ছিল ড্রেজার দিয়ে। সোমবার দুপুরে বালু পাড়ে নামানোর সময়  বাল্কহেডের ধাক্কায় ড্রেজারটি উল্টে ডুবে যায়। এসময় ড্রেজারটিতে থাকা পাঁচজন শ্রমিকের মধ্যে তিনজন ড্রেজারের কেবিন রুমে ঘুমিয়ে ছিলেন। এসময় জেগে থাকা দুই শ্রমিক তীরে উঠতে পারলেও আটকা পড়েন ঘুমন্ত তিনজন। স্থানীয় লোকজন ও শ্রমিকরা দ্রুত উদ্ধারের চেষ্টা চালান। এসময় ড্রেজারের কেবিনে তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

উপজেলার কলাতলা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।