ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিঙাড়া-পুরির সঙ্গে পানির বদলে চাহিদামতো মদ দিতেন দোকানি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
শিঙাড়া-পুরির সঙ্গে পানির বদলে চাহিদামতো মদ দিতেন দোকানি!

ময়মনসিংহ: শিঙাড়া, পুরি ও বুট ছাড়াও ছিল চা। উপজেলা পরিষদ চত্বরেই এই দোকান ছিল প্রায় এক যুগ ধরে।

কে জানত এই দোকানেই চা, পুরি ও শিঙাড়ার পাশাপাশি চাহিদামতো পাওয়া যেত বাংলা মদ। অকল্পনীয় এ ঘটনাই সত্যি হলো।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ওই দোকানিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে নিজের দোকান থেকেই ১০ লিটার চোলাই বা বাংলা মদসহ ধরা পড়েন দোকানি।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে কাজলের দোকানে। আজ 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল চা, শিঙাড়ার আড়ালে ওই দোকানে বাংলা মদ বিক্রি হয়।
কিন্তু বেশ কয়েকবার পুলিশ গোপনে অভিযান চালালেও কিছুই পাওয়া যায়নি। জানা যায়, পুলিশ আসার আগেই ওই দোকানদারের সোর্স তাকে সতর্ক করে দিত।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদী মোহাম্মদ জানান, তিনি গতকাল বুধবার জানতে পারেন ওই দোকানে বিপুল পরিমাণ চোলাই বা বাংলা মদ প্রবেশ করেছে। পরে দীর্ঘ সময় ওত পেতে থেকে দোকানে একজনকে ক্রেতা সেজে পাঠানো হয়।
ওই সময় অন্য ক্রেতাকে গ্লাসে পানির বদলে মদ দিলে হাতেনাতে ধরা পড়েন দোকানি। পরে তল্লাশি চালিয়ে দোকানের ভেতরে রাখা গোপন জায়গা থেকে ১০ লিটার মদ উদ্ধার করা হয়। সেই সাথে দোকানের মালিক মো. কাজল মিয়াকে (৩৫) আটক করা হয়।

আটককৃত কাজল মিয়া ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। উপজেলা পরিষদের ভেতরে তিনি নির্বিঘ্নে এই ব্যবসা চালিয়ে আসছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।