সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আছিয়া খাতুন (১৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রাহ্মশাসন গ্রামে এ ঘটনা ঘটে।
আছিয়া খাতুন ওই গ্রামের মো. আজিজুর রহমানের মেয়ে।
আছিয়া খাতুনের খালাতো ভাই আবু তালেব জানান, সকালে খাওয়া দাওয়া শেষে আছিয়ার মা সালমা খাতুন বাড়ির পাশে ধানের চাতরে (ধানের বীজতলা) হাঁস তাড়াতে যান। এ সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় আছিয়া। পরে বাড়িতে এসে মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন মা সালমা খাতুন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই শিশুটি মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, ব্রাহ্মশাসন গ্রামে শিশু কন্যা আছিয়া পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়:১৭০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসএম