ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ইয়াবাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
আড়াইহাজারে ইয়াবাসহ নারী আটক ইয়াবাসহ আটক নারী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে চেকপোস্টে তল্লাশির সময় ১৫00 ইয়াবাসহ শাহনাজ (৫৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ জুলাই) রাতে উপজেলার মানিকপুর চেকপোস্টে তল্লাশি চালিয়ে চালিয়ে তাকে আটক করা হয়।

শাহনাজ সোনারগাঁয়ের হাবিবপুর মধ্যমপাড়ার মনির হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব বলেন, আমরা এ পথে মাদকের চোরাচালান রোধে এ চেকপোস্টটি স্থাপন করেছি। এখানে তল্লাশির সময় ১৫০০ ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।

তিনি আরও বলেন, মাদক পরিবর্তন ও ক্রয় বিক্রয়ে এ পথটি ব্যবহৃত হচ্ছিল সংবাদে চেকপোস্টটি স্থাপিত হয়েছে। যেখানেই মাদকের সন্ধান মেলবে সেখানেই অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।