ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রাজমিস্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রাজমিস্ত্রীর

ফরিদপুর: ফরিদপুরের সালথায় একটি বাড়ির বাথরুমের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামরুল বিশ্বাস (২১) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ওই গ্রামের ভ্যানচালক আলমগীর বিশ্বাসের ছেলে।

কামরুলের বাবা আলমগীর বিশ্বাস বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালে কামরুল আমাদের একই গ্রামের আতিক মাতুব্বরের বাড়িতে পাকা বাড়ি করার কাজে যায়। বিকালে নির্মাণাধীন ঘরের বাথরুমের দেয়াল পলেস্তারের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে কামরুলের হাতের একটি আঙ্গুলের ছোঁয়া লাগে। পরে বাথরুমের দেয়ালের সঙ্গে আঘাত লেগে তার মাথা ফেটে যায়। এরপর তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।