ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, আক্রান্ত আরও ৪৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
ভোলায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, আক্রান্ত আরও ৪৫

ভোলা: ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এটি ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।

ভোলা থেকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. তায়েবুর রহমান। তিনি বলেন, ভোলায় এ মৌসুমে প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন।

গত এক সপ্তাহে আক্রান্ত হওয়ার সংখ্যা ১০০ জনের কাছাকাছি। গত ২১ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে।

আক্রান্তদের মধ্যে জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪৩ জন।

ভোলার সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রোগীদের জন্য আরও ২০টি বেড বাগানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।