ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: দেবর-মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আইরিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: দেবর-মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আইরিন

ঝালকাঠি: শনিবার (২২ জুলাই) ঝালকাঠির রাজাপুর উপজেলার বলাইবাড়ী এলাকার পিত্রালয় থেকে বরিশালের হিজলা উপজেলার শ্বশুরবাড়িতে যেতে রওনা দেন আইরিন (২৬)। সঙ্গে ছিল দেবর নয়ন (১৫) ও মেয়ে নিপা (১)।

বাশার স্মৃতি পরিবহনের যাত্রী ছিলেন তারা।

বাসটি ছত্রকান্দা এলাকায় পৌঁছলে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে ডুবে যায়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত যাত্রীর সংখ্যা ১৭ জন। আহত হয়েছেন ২৫-৩০ জন। নিহন ১৭ জনের মধ্যে নিপা, তার দেবর ও কন্যা রয়েছেন।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় মেয়ে-নাতনিকে হারিয়ে ঝালকাঠি সদর হাসপাতালে আহাজারি ও বার বার মূর্ছা যাচ্ছেন নুরনেহার বেগম। শুধু নুরনেহারই না, অন্যান্য আত্মীয়-স্বজনরাও হাসপাতালের ফ্লোরে আহাজারি করছেন। এতে ভারী হয়ে উঠেছে সদর হাসপাতাল চত্বর।  

উল্লেখ্য, আজ সকাল ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে বরিশাল-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে আনুমানিক ৫০-৬০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনজন শিশু।

ঘটনার পর ঝালকাঠি সদর হাসপাতালে ভিড় জমিয়েছেন হতাহতদের স্বজনরা। গোটা হাসপাতাল চত্বর তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে।

** নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৭

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।