ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভুল ইনজেকশনে প্রতিবন্ধী যুবকের মৃত্য!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
ভুল ইনজেকশনে প্রতিবন্ধী যুবকের মৃত্য!

খাগড়াছড়ি: ভুল ইনজেকশন পুশ করায় খাগড়াছড়ির গুইমারায় মো. হেলাল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় গুইমারার হাতিমুড়া বাহারের উদয়ন ফার্মেসিতে এই ঘটনা ঘটে।

মো. হেলাল উপজেলার হাফছড়ি জোরখাম্বা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। হেলাল মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।

জানা যায়, হেলাল মানসিক প্রতিবন্ধী হওয়ায় পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসায় ওষুধ সেবনের পাশাপাশি ব্যবস্থাপত্রে Flopinazin25 ইনজেকশনও ছিল। তবে মঙ্গলবার বিকালে মো. হেলাল নিজ ঘরের ফ্রিজ থেকে Flopinazin25 না এনে ভুলবশত একই ফ্রিজে থাকা জটিল অপারেশন ব্যবহৃত Vecuron10 ইনজেকশন নিয়ে হাতিমুড়া বাজারের ‘উদয়ন ফার্মেসিতে’ আসেন।

এ সময় পল্লী চিকিৎসক মো. রুবেল অন্য সময়ের মত যুবকের আনা ইনজেকশনটি মো. হেলালের শরীরে রক্তনালীতে পুশ করেন। এতে ঘটনাস্থলে জ্ঞান হারায় হেলাল। স্থানীয়রা দ্রুত তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন হেলালকে মৃত ঘোষণা করেন।

ডা. মহি উদ্দীন জানান, কাগজপত্রে দেখা যায় রোগী দীর্ঘদিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং ওখানকার চিকিৎসকের পরামর্শে (ব্যবস্থাপত্রে) ওষুধের পাশাপাশি Flopinazin25 ইনজেকশন প্রয়োগের নির্দেশনা রয়েছে।  

এদিকে ভুল ইনজেকশন নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। কারণ পুশ করা Vecuron10mg ইনজেকশন মূলত অপারেশন পূর্ব মুহূর্তে রোগীকে অজ্ঞান করতে পুশ করা হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, নিহত হেলালের মরদেহ থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।