ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবার ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
বাবার ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ছেলের

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষক মাফু মিয়ার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছেলে আব্দুল্লাহ মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (বড় বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্বজনরা জানায়, দুপুরে মাফু মিয়া নিজস্ব ট্রাক্টর নিয়ে বাড়ির পাশে তার জমি চাষ করতে যান। তিনি আদরের সন্তান আব্দুল্লাহকে ট্রাক্টরের ওপরে বসিয়ে জমি চাষ শুরু করে। এসময় আব্দুল্লাহ ছিটকে ট্রাক্টরের চাকার নিচে  চাকায় পড়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।  

নাকাই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আফরোজা বেগম বাবার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।