ঢাকা: রাজধানীর উত্তরার হাউজবিল্ডিংয়ে মালেকাবানু স্কুলের সামনে ঈগল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ জুলাই) রাত ৯টা ৫৬ মিনিটে বাসে আগুন দেওয়া হয়েছে এমন খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলানিউজকে জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে রাত ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন দেওয়া বাসটির ভেতরে সব পুড়ে গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং অগ্নিকাণ্ডের কারণও নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
জানা গেছে, রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং মালেকাবানু স্কুলের সামনে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকাণ্ডের সময় গাড়িতে কোনো যাত্রী ছিলেন না।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
পিএম/এফআর