ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
গৌরনদীতে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা-ভুরঘাটা মধ্যবর্তী এলাকায় বাস ও ট্রাক্টর সংঘর্ষে আব্দুর রহমান সোহাগ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সোহাগ কুমিল্লার লাকসাম উপজেলার নারীদিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ট্রাক্টর দিয়ে তৈরি ট্রলি ভুরঘাটা থেকে বালুবোঝাই করে মহাসড়ক দিয়ে গৌরনদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সোহাগ নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় বাস ও ট্রাক্টরের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত এক নারীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপর মহাসড়কে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরনদী ফায়ার স্টেশনের সাব-অফিসার আক্তার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, নিহত সোহাগের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩ 
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।