ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫ যানবাহনে টক্করে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
৫ যানবাহনে টক্করে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর দুর্ঘটনাকবলিত গাড়ি।

সিলেট: সিলেটে পাঁচটি যানবাহনের মধ্যে টক্করে প্রাণ হারালেন খলিলুর রহমান (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী।  

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ওসমানীনগর উপজেলায় আহমদ নগরে সিলেট-ঢাকা মহাসড়কে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাহ্মণশাসন গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের আহমদনগরে একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিলেটের ওসমানীনগর ফায়ার স্টেশনে দায়িত্বরত মোহাম্মদ মুহিবুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে দুর্ঘটনা ঘটে। পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হাইওয়ে পুলিশ জব্দ করেছে।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।