ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় বজ্রপাতে মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
হাতিয়ায় বজ্রপাতে মাদরাসাছাত্রের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে মো. নিহাজ উদ্দিন (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  

শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মো. নিহাজ উদ্দিন উপজেলার হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তোতা বাড়ির মো. দিদার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নুরানি হিফজ মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল ৯টার দিকে মাদরাসা ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায় নিহাজ।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই মরদেহ নিহতের স্বজনরা বাড়িতে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।