ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেসবুকে নারীর সঙ্গে আপত্তিকর ছবি, যা বলছেন আ.লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
ফেসবুকে নারীর সঙ্গে আপত্তিকর ছবি,  যা বলছেন আ.লীগ নেতা

ফরিদপুর: ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইনের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে।  

তবে ওই ছবিকে সুপার এডিট দাবি করে এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা করেছেন ওই আওয়ামী লীগ নেতা।

শনিবার (১২ আগস্ট) ফরিদপুরের ভাঙ্গা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন তিনি।

মামলায় স্থানীয় যুবলীগ নেতা আরাফাত শেখকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- উপজেলার শেখপুরা গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা আরাফাত শেখ (৪৩), চরপাল্লা গ্রামের সালাউদ্দিন খাঁন তানভির (৩৭), সানি রহমান (২৫), দোপপাশা গ্রামের কিবরিয়া মুন্সী (২৮), সদরপুর উপজেলার চর আড়িয়াল খাঁ গ্রামের কামরুল মাতুব্বর (৩৮), কামাল মাতুব্বর (৩২), বিপ্লব মাতুব্বর (২৬) ও নেওয়াজখার কান্দি গ্রামের তরিকুল ইসলাম শুভ (২৫)।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার (৯ আগস্ট) আসামিদের যার যার ব্যক্তিগত আইডি থেকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইনের একটি আপত্তিকর ছবি পোস্ট করা হয়। অজ্ঞাতপরিচয় এক নারীর সঙ্গে তার নগ্ন ছবি দেখতে পান এ আ.লীগ নেতা। ওই ছবি পোস্ট করে সেখানে আসামিরা অকথ্য ভাষায় গালাগাল করেন।  

মামলার বাদীর ধারণা, তার ছবি অজ্ঞাতপরিচয় নারীর সঙ্গে সুপার এডিট করে জুড়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় করতে ফেসবুকে পোস্ট করেছেন আসামিরা।

আসামিরা ও আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের ফেসবুক আইডি থেকে 

এ বিষয়ে কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন বলেন, ফেসবুকে প্রচার করা ছবিটি সুপার এডিট করা। যা প্রথমে যুবলীগ নেতা আরাফাত শেখের ফেসবুকে দেখা যায়।

তিনি বলেন, তিন মাস আগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে এমন ভিডিও না ছড়ানোর জন্য টাকা দাবি করেন। সেদিনই ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে বিষয়টি জানেই। তখন ওসি আমাকে ধৈর্য ধারণ করতে বলেন। এজন্য তখন আইনি পদক্ষেপ নেইনি। পরবর্তীতে বিষয়টি ফেসবুকে চলে আসায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলার প্রধান আসামি ও যুবলীগ নেতা আরাফাত শেখের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, একজন ব্যক্তির সম্মানহানি করা ঠিক নয়। এটা নিন্দনীয় কাজ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনের নামে ভাঙ্গা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।