ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
নওগাঁয় আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ আগস্ট) দুপুরে বিশা ইউনিয়ন আ.লীগের আয়োজনে সমসপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশা ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি খাজাই হারুন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি আজিজুর রহমান, আজহারুল ইসলাম ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহেদা বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নতো-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতাকর্মীরা এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।