ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩ দিন পর খুলনায় ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
৩ দিন পর খুলনায় ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মুজগুন্নী, গোয়ালখালী ও বাস্তহারা এলাকায় ৩ দিন পর ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক হয়।

এর আগে গত ৩ দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ ছিল এসব এলাকায়। খাওয়া ও দৈনন্দিন কাজে প্রয়োজনীয় পানির সংকটে চরম বিপাকে পড়েছিলেন এখানকার হাজার হাজার বাসিন্দা।

গোয়ালখালি এলাকার ১৭নং হোল্ডিংয়ের মালিক আবু মুসা বলেন, ১৯ আগস্ট থেকে ওয়াসার পানি সরবরাহ বন্ধ ছিল। আজ ২১ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে।

খুলনা ওয়াসার এমডি প্রকৌশলী মো. আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, বয়রা এলাকায় পানির পাইপ ফেটেছিল। যা ঠিক করা হয়েছে। এখন পানি সরবরাহ স্বাভাবিক আছে।

আরও পড়ুন: খুলনায় ওয়াসার পানি নেই ৩ দিন, মানুষের দুর্ভোগ

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।