ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই ডিম ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
দুই ডিম ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দুই ডিম ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে।  

সোমবার (২১ আগস্ট)  দুপুরে জাতীয় ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে ওই জরিমানা ও সতর্ক করে।

ডিমের ক্রয়-বিক্রয় মূল্য তালিকা ও ক্রেতাকে রশিদ না দেওয়ার কারণে ওই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক সামসুল হকের নেতৃত্বে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত ডিমের আড়তগুলোতে অভিযান চালানো হয়।  

এসময় আব্বাস ভ্যারাইটিজ স্টোরের ১০ হাজার টাকা ও হাসান ডিমঘরের ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয়চন্দ্র রায়, সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর
আলতাফ হোসেন সরকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসএএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।