ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুমায় সাঈদীর জান্নাত কামনায় দোয়া করে চাকরি হারালেন খতিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
জুমায় সাঈদীর জান্নাত কামনায় দোয়া করে চাকরি হারালেন খতিব চাকরি হারানো খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় জুমার নামাজ শেষে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জান্নাত কামনা করে দোয়া করায় এক মসজিদের খতিব চাকরি হারিয়েছেন।  

খতিবের নাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।

দীর্ঘ ১৫ বছর ধরে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদের খতিব ছিলেন তিনি।  

শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজ শেষে ওই খতিবকে অব্যাহতি দেওয়া হয়।  

স্থানীয়রা জানায়, জুমার নামাজের মোনাজাতের শেষ দিকে খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন বলেন, সাঈদী সাহেবকে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তিনি দীর্ঘ দিন অসুস্থ থেকে মারা গেছেন।  

এরপর নামাজ শেষ হওয়ার পর পরই মসজিদ কমিটি খতিবকে মৌখিকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেয়।  

চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি।  

ওই মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। যে কারণে এই অব্যাহতির ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet