ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা: মানিকগঞ্জে ২০১৫ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

বুধবার (২৩ আগস্ট) দিনগত রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, ২০১৫ সালে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার রায় ঘোষণার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিল।

গ্রেপ্তার আনোয়ারের বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪০ঘণ্টা,আগস্ট ২৪, ২০২৩
পিএম/এম এম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।