ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক ভেলাতৈড় যৌদ্দপীর গোরস্থানের প্রায় ৯টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে মানুষের ঢল নামে সেখানে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২৫ আগস্ট) রাতের আঁধারে যৌদ্দপীর গোরস্থানের পুরাতন কবর কে বা কারা খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯-১০টি পুরাতন কবরের মাটি খুঁড়া ও ঢাকা দেওয়া অবস্থায় দেখা গেছে। আসলে কি হয়েছে-এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।