সাতক্ষীরা: সুন্দরবন থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। এসময় শিকারীদের ব্যবহৃত নৌকা, হরিণের মাথা, চামড়া ও পাসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা সম্ভব হলেও পালিয়ে গেছে শিকারীরা।
শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের হাজির ভারানি নামক স্থান থেকে এসব মাংস জব্দ করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বুড়িগোয়ালিনী স্টেশনের সদস্যরা হাজির ভারানি নামক স্থানে অভিযান চালিয়ে হরিণের মাথা, চামড়া ও পাসহ ৪০ কেজি মাংস ও চোরা শিকারীদের নৌকা জব্দ করতে সক্ষম হয়েছে। তবে গহীন বনে পালিয়ে যাওয়ায় চোরা শিকারীদের আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, শিকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া জব্দকৃত মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আরএ