ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ আলভির সন্ধান চান স্বজনরা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ আলভির সন্ধান চান স্বজনরা  আলভি হোসেন রিফাত: ফাইল ফটো

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গত ২৫ আগস্ট (শুক্রবার) আলভি হোসেন রিফাত (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজাখুঁজি করেছেন তার স্বজনরা।

এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান কিশোরের বাবা জাকির হোসেন।

এ নিয়ে কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ১৪০৬।

ডায়েরিতে উল্লেখ করা হয়, আলভি হোসেন রিফাত গত ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে ক্লাসের বন্ধু রফিকুল ইসলামের সঙ্গে বাসা থেকে বের হয়। এর পর সে আর বাসায় ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ করে আলভি হোসেন রিফাতের সন্ধান পাওয়া যায়নি।

আলভির উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। আলভির গায়ের রং শ্যামলা, হালকা-পাতলা গড়ন, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। বাসা থেকে বের হওয়ার সময় তার চোখে চশমা ও পরনে কালো ট্রাউজার ও নীল হাফহাতা গোল গলার গেঞ্জি ছিল।

যদি তার সন্ধান পাওয়া যায় তাহলে নিম্নে উল্লেখিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

জরুরি যোগাযোগ 
মো. জাকির হোসেন (নিখোঁজের বাবা)
মোবাইল: ০১৭১৪০৫৮৫৫৪, ০১৬০৩৫৭৬২২৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।