রাজবাড়ী: নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দিনগত রাত পৌনে ১টার দিকে উদ্ধারকারী দল লাইনচ্যুত দুইটি বগি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাজবাড়ী রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে দৌলতদিয়ার ফকিরপাড়া এলাকায় নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাজবাড়ী রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর জানান, গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া ফকিরপাড়া এলাকায় এলে মাঝের দুইটি বগি লাইনচ্যুত হয়। পরে দুপুরেই রাজবাড়ী থেকে রিলিফ ট্রেন নিয়ে বগি উদ্ধারের কাজ শুরু করা হয়। অবশেষে রাত পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগি দুইটি উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এফআর