ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
চাঁদপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুরে বিষপানে হোসনে আরা (৩৫) নামের গৃহবধূ আত্মহত্যা করেছেন।  

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত হোসনে আরা চাঁদপুর শহরের পুরানবাজার রঘুনাথপুর এলাকার ইউসুফ গাজীর স্ত্রী। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে বক্তব্যের জন্য পরিবারের কাউকে পাওয়া যায়নি।  

তবে হাসপাতালে হোসেন আরাকে নিয়ে আসা মনির নামে এক যুবক বলেন, হোসনে আরা মাছ নিধনের এনডিন বিষপান করেছেন, তবে কী কারণে তিনি এমনটা করেছেন -তা জানি না।  

হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাস জানান, রোগীকে হাসপাতালে আনার পর দ্রুত তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে রাখা আছে। বিষপানে মৃত্যু ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।