ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ী জেলার খানখানাপুরে ট্রেনে কাটা পড়ে সবুর আলী (৬২) নামে শ্রবণ প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে খানখানাপুর রেলষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুর আলী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, নিহত সবুর আলী খানখানাপুর তার বাড়ির পাশের মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।